আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।আলহামদুল্লিহ আমিও ভাল আছি।
আমাদের মধ্যে থেকে কম বেশি অনেক মানুষ আমরা চাকরির সাথে জরিত।কিন্তু আমরা যে পেশাই কাজ করি না কেন আমরা যার যার পেশা নিয়ে খুব সুখেই আছি।কিন্তু অনেকের মধ্যেই আবার এই চিন্তা ভাবনা থাকে হয়ত আমার চাকরিটা থেকে মনে হয় আরেক জনের কাজটা বেশি সুখের।কিন্তু বাস্তব অর্থে পৃথিবীর কোন কাজই সহজ না।সব কাজই যার যার কাছে কঠিন মনে হয়।কিন্তু আমরা আপনারদের আজকে এমন কিছু কাজের কথা বলব যা বর্তমান সময়ে কাউকে কোটি টাকা বেতন দিলেও হয়ত রাজি হবে না।তো চলুন জেনে নেই সেই নিকৃষ্ট ও আজব চাকরি সম্পর্কে...
প্রাচীন মিশরে পরিষ্কার করার একটি চাকরি ছিল।যারা ফেরাউনের স্বাস্থ্য রক্ষার জন্য কাজ করত।তারা প্রকটোলজিস্ট ও হেমোরয়েডস এর জন্য কাজ করত।শুধু তাই নয় তারা আরো একটি কাজ করত সেটি হল ফেরাউন এর পেট পরিষ্কার করার কাজ।ফেরাউন যদি কখনো বেশি খাবার খেয়ে ফেলত বা পেটে ফাপা জনিত কোন সমস্যা হত তখন তারা ফেরাউনের পেট পরিষ্কার করার কাজ করত।আর এই পেট পরিষ্কার করার জন্য প্রকটোলজিস্টরা ফেরাউন পায়ু পথ দিয়ে একটা ক্যাননুলা (ক্যাথেটার) প্রবেশ করাতেন।এবং তা দিয়ে তারা গরম পানি প্রবেশ করাতেন ও তারা ক্যাননুলার অপর প্রান্তে মুখ লাগিয়ে টেনে পেটের ভিতরের সব মল বাইরে বের করে আনতেন।এটাই ছিল এই ব্যাক্তিদের চাকরি।ফেরাউন ছাড়াও প্রাচীন মিশরে আরো অনেকেই এই চিকিৎসা নিতেন।ফেরাউন আর তাদের মধ্যে শুধু এতটুকুই তফাধ ছিলো ফেরাউন যেই ক্যাননুলা ছিল সেটা ছিল সোনার তৈরি আর সাধারন মানুষ যেটা ব্যবহার করত সেটা ছিল সাধারন ফাপা রড মাত্র।
তো আজ এ পর্যন্তই ভাল লাগলে কমেন্ট করে জানান।আর এরকম জানা অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।